Updates

সন্দেহ নয়, তাওয়াক্কুল করুন: জীবনের কল্যাণের পথে এগিয়ে যান

জানুয়ারি ০৮, ২০২৫ Uncategorized
অনেকেই বেশি বেশি সন্দেহ করার কারণে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়।
অনেকেই নিজের ভবিষ্যৎকে নিজের স্বপ্নের মত সাজাতে চেষ্টা করে এগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল না করার বহিঃপ্রকাশ।
বরং সঠিক হচ্ছে সন্দেহ না করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে কোন ভালো ও কল্যাণমূলক কাজে দ্রুত কাজটির সম্পাদন করা এবং অন্যকে উৎসাহিত করা।
বিশেষ করে বিয়ে-শাদির ক্ষেত্রে মানুষ বেশি হিসাব নিকাশ করে থাকে, সামান্য দুনিয়াতে একটু সুখে থাকার জন্য ।
কিন্তু আমার দেখাশোনা মতে বিয়ের ক্ষেত্রে প্রথমদিকে ভালো পাত্র পাত্রীর খবর পাওয়ার পরেও অনেকৈ উচ্চ লোভ লালসার কারণে প্রথম দিকের ভালো বিয়ে গুলো ফিরিয়ে দেওয়ার পর দেখা গেছে পরবর্তীতে ঐ সব ছেলেমেয়েদের আর ভালো কোন বিয়ের প্রস্তাব আসে না। এক প্রকার জীবন ধ্বংসের দিকে চলে যায়, আর এর পেছনে বড় কারণ হলো অজ্ঞতা , কারণ ভালো কাজ দ্রুত করার সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস গুলো তাদের জানা নেই।
তাই জীবনের সকল কাজে আল্লাহর উপর তাওক্কুল করে জীবনের সকল সিদ্ধান্ত নিলে এবং সন্দেহ মুক্ত থাকলে জীবনে কোথাও বড় কোনো ক্ষতি হবে না। হলেও কোন ক্ষতি নেই, ধৈর্য ধারণ করাটাও আরো বড় ইবাদত।
হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...